ঝাড়গ্রাম পুরভোটে তৃণমূল প্রার্থীদের হারাতে তৎপর দলের এক বিধায়ক ও তাঁর অনুগামীরা। জেলার নেতৃত্বরা বিষয়টি জানতে পারার পর তৃণমূল দলের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। এহেন ঘটনায় ঝাড়গ্রাম শহর জুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, দলের ওই বিধায়ককে দুদিন মাত্র মুখ দেখিয়ে চলে যান। কোন দিন দলের প্রার্থীদের হয়ে কোন ওয়ার্ডেই প্রচার করেননি। উল্টে তাঁর অনুগামীরা দলীয় প্রার্থীদের হারানোর জন্য ঘুঁটি সাজিয়েছেন। দলীয় প্রার্থীদের পিছন থেকে ছুরি মারার ঘটনায় শোরগোল পড়েছে দলের মধ্যে। কারন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় শুক্রবার ঝাড়গ্রাম এসে দলের সকল প্রার্থীদের জেতানোর জন্য আহবান জানিয়ে যান। কিন্তু ঘরের শত্রু বিভীষণ যে! তাই দলের ক্ষতি করে আখের নিজেদের ঘর গোছাতে ব্যস্ত ওই বিধায়ক। এমনকি দলের এক জেলার সাধারণ সম্পাদককে ফোন করে প্রচারে না আসার জন্য নিষেধ করেছিল। কিন্তু উনি দলীয় প্রার্থীদের হয়ে একাধিকবার প্রচারে করায় তাতে গোসা হয় ওই বিধায়কের। এরপর দলীয় কর্মীদের প্রচার করলে মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দেয় বিধায়কের অনুগামীরা। এমনকি ঝাড়গ্রাম পুরভোটের বেশ কিছু নির্দল প্রার্থীদের এবং বিরোধীদের পিছন থেকে আর্থিক সাহায্য করে সাপোর্ট দেওয়ার তথ্য উঠে আসছে। আর সেই তথ্য সম্পর্কিত বিস্তারিত রিপোর্ট আজই তৈরি করে দলের সুপ্রিমো ও নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে।