“
রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নামে পোস্টার পড়লো রানাঘাট মহাকুমার বিভিন্ন জায়গায়।পোস্টার পড়লো বিজেপি নদিয়া সাংগঠনিক জেলার পার্টি অফিসের সামনেও। পোস্টারে জগন্নাথ সরকার এর ডাক নাম ধরে বলা হয়েছে তিনি দুর্নীতিবাজ এবং ষড়যন্ত্রকারী। একইসঙ্গে তার চরিত্র সমন্ধেও কটূক্তি করা হয়েছে এই পোস্টারে। বিজেপি নদীয়ার সাংগঠনিক জেলা কমিটি গঠন হওয়ার পর থেকেই গোষ্ঠীদ্বন্দ্বের আগুন ধিকি ধিকি করে জ্বলছিল। আর এবার সেই আগুন আঁচ পৌঁছলো রানাঘাট লোকসভার সাংসদ পর্যন্ত। তবে এই ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়ে পুরোটাই তৃণমূলের চক্রান্ত বলে অভিযোগ করেছেন বিজেপির নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি তথা রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়। অন্যদিকে রানাঘাট পৌরসভার মুখ্য প্রশাসক তথা তৃণমূল নেতা কোশলদেব বন্দ্যোপাধ্যায় বলেন এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল।