জেএনএফ ওয়েব ডেস্ক : ঝাড়গ্রাম জেলা থেকে প্রথম দেশের নাগরিক সম্মান
পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন কালীপদ সরেন ওরফে খেরওয়াল সরেন। সাঁওতালি সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে বিস্তারের অবদানের জন্য এই পুরস্কার কেন্দ্রীয় সরকারের। এর আগে তিনি কেন্দ্রীয় সরকারের স্ব-শাসিত সংস্থা সাহিত্য একাডেমি, রাজ্য সরকারের কাছ থেকে বিশ্ব আদিবাসী দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বিশেষ পুরস্কার পেয়েছেন। ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে পদ্মভূষণ পাওয়ার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।