Breaking
23 Dec 2024, Mon

শিলিগুড়ি মহকুমার মুরালিগঞ্জ থেকে এক কোটি টাকার কাঠের ফার্নিচার সহ একজনকে আটক করল ঘোষপুকুর বনবিভাগ

সোমবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জে অভিযান চালায় ঘোষপুকুর বনবিভাগের রেঞ্জার সোনম ভুটিয়ার নেতত্বে বনকর্মীরা। এরপর সেখানে একটি ১২ চাকা লড়ি আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণ কাঠের ফার্নিচার। এই ঘটনায় একজনকে আটক করে বনকর্মীরা। এই বিষয়ে ঘোষপুকুর রেঞ্জের রেঞ্জার সোনম ভুটিয়া বলেন যে সোমবার রাতে মুরালিগঞ্জ থেকে একটি লড়ি আটক করা হয়। এবং সেই লড়ি থেকে কাঠের ফার্নিচার উদ্ধার হয়েছে। যার মধ্যে ৩০টি খাট,ডাইনিং টেবিল,সোফা,আলনা সহ বিভিন্ন সামগ্রী। উদ্ধার হওয়া সামগ্রীগুলো অরুণাচল প্রদেশের পাশিরঘাট থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এরপর জিজ্ঞাসাবাদ করা হবে। এবং যদি দরকার পড়ে তাহলে গ্রেফতার করা হবে। আর এই রকম অভিযান লাগাতার চালানো হবে। এর পাশাপাশি তিনি আরও যে আগে পাচারকারীরা টিমবার নিয়ে আসতো। এখন ফার্নিচার বানিয়ে নিয়ে আসছে।

Developed by