Breaking
23 Dec 2024, Mon

ময়নাগুড়ির কাছে বিকানের এক্সপ্রেসে ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত ৩, হাসপাতালে ভর্তি ১৬

মকরসংক্রান্তির আগের বিকালেই বড়সড় ট্রেন দুর্ঘটনা ঘটে গেল উত্তরবঙ্গের বুকে। বৃহস্পতিবার বিকালে জলপাইগুড়ির ময়নাগুড়িতে গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেসের কামরা উল্টে কমপক্ষে তিন যাত্রী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। দুর্ঘটনার পরেই উদ্ধারকার্যে ঝাঁপিয়েছে জেলা ও রেল প্রশাসন। রাতে উদ্ধারকার্য চালাতে জেনারেটরের মাধ্যমে বিকল্প আলোর ব্যবস্থা করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস। লাইন থেকে  সম্পূর্ণ কাত হয়ে যায়। সাতটি কামরার ব্যাপক ক্ষতি হয়েছে। এই খবর লেখা পর্যন্ত এখনও পর্যন্ত তিনজন প্রাণ হারিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ঘটনাস্থলে ইতোমধ্যে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর। নিয়ে যাওয়া হয়েছে গ্যাসকাটার। পৌঁছে গিয়েছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।  ঘটনাস্থলে রয়েছে ৫১টি অ্যাম্বুল্যান্স। ১০ থেকে ১২জন হাসপাতালে ভর্তি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। অন্ধকার হয়ে আসছে। ফলে, অন্ধকারের মধ্যেও যাতে উদ্ধার কাজ চালিয়ে যাওয়া যায়, তার ব্যবস্থাও হচ্ছে।
হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি ১৬ জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আলিপুরদুয়ারের বিভাগীয় রেল আধিকারিক দিলীপ কুমার সিং জানিয়েছেন, বিকানের এক্সপ্রেসের ৪টি কামরা লাইনচ্যুত হয়েছে। করোনার জেরে ট্রেনে যাত্রী কম ছিল। ইতিমধ্যে রেলের আধিকারিকরা উদ্ধারকারী ট্রেন নিয়ে দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। ঘটনাস্থলে যাচ্ছেন DRMও।

Developed by