Breaking
1 Nov 2024, Fri

করোনা জের বন্ধ দক্ষিণেশ্বর মন্দির!

গত বছরের মত এবছর করোনা কারনে ১ লা জানুয়ারি কল্পতরু উৎসবের দিন দর্শনার্থীদের জন্য বন্ধ থাকলো দক্ষিণেশ্বর মন্দিরে দরজা। দেশ তথা রাজ্যে এই উৎসবের মরশুমে ক্রমেই বাড়ছে করোনা প্রকোপ। উত্তর ২৪ পরগনা তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা র সংক্রমন। তাই বেলুড় মঠ এর মত দক্ষিণেশ্বর ভবতারিণী র মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ। সেই মত আজ সকাল থেকেই মন্দিরের মূল ফটক বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়া হয়। মন্দির কর্তৃপক্ষের নেওয়া এই সিদ্ধান্ত বেশ কিছুদিন আগে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়ে ছিলেন মন্দির কর্তৃপক্ষ। কিন্তু তা সত্বেও আজ ভোর থেকেই নতুন বছরে মায়ের দর্শন করে বছর শুরু করার জন্য প্রচুর পুণ্যার্থী দক্ষিণেশ্বর মন্দিরে আসেন। কিন্তু তাদের গেট পর্যন্ত এসে মায়ের দর্শন না করে ফিরে যেতে হয়। ফলে অসন্তোষ প্রকাশ করেন অনেক পুণ্যার্থী। তবে দক্ষিণেশ্বর মন্দিরে বাইরের কাউকে প্রবেশ করতে না দেওয়া হলেও মন্দিরের ভেতরে মা এর পুজো হয় প্রতিবারের মত।

Developed by