Breaking
23 Dec 2024, Mon

যাত্রী বিক্ষোভের জেরে দীর্ঘক্ষন আটকে ট্রেন চলাচল

নদীয়া:- সাত সকালে যাত্রী বিক্ষোভ, বিঘ্নিত হলো রানাঘাট শিয়ালদা শাখার ট্রেন চলাচল।বিক্ষোভের জেরে আটকে পড়লো কৃষ্ণনগর,শান্তিপুর ও লালগোলা প্যাসেঞ্জার।যাত্রী বিক্ষোভের কারণ ৭টা ৩০এর ডাউন রানাঘাট লোকালের প্ল্যাটফর্ম বদল।যাত্রীদের দাবি দীর্ঘদিন ধরে সাড়ে সাতটার ডাউন রানাঘাট লোকাল ছারতো ৫নম্বর থেকে।কিন্তু বেশ কিছুদিন ধরে সেই ট্রেন ছারছে ২নম্বর প্লাটফ্রম থেকে। যাত্রীদের দাবি এর ফলে তাদের নানা অসুবিধা হচ্ছে।অবিলম্বে ডাউন রানাঘাট লোকালকে আবার 5 নম্বর প্লাটফর্ম থেকে ছাড়তে হবে।প্রায় ৪০মিনিট ধরে চলে রানাঘাট স্টেশনের এই বিক্ষোভ।এরপর নিত্যযাত্রীদের সাথে রেলের আধিকারিকদের আলোচনার পর ওঠে এই বিক্ষোভ।রানাঘাট স্টেশনে বিক্ষোভের জেরে আটকে পড়ে কৃষ্ণনগর,শান্তিপুর ও লালগোলা প্যাসেঞ্জার। দিনের শুরুতেই যাত্রী বিক্ষোভের কারণে সমস্যায় বহু রেল যাত্রী ।

Developed by