নিখোঁজ তৃণমূল নেতা, প্রতিবাদে রাতভর আগুন জ্বালিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ। পরে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ তৃণমূল কর্মীদের। নদীয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা। অভিযোগ, গতকাল দুপুর থেকে বাড়ি থেকে বেরিয়ে আর বেড়ি ফেরেনি তৃণমূল নেতা মনোজ সরকার। মূলত তার প্রতিবাদে গতকাল রাতে তৃণমূল কর্মীরা থানা ঘেরাও করে থানার সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশের কোনো তৎপরতা থেকে পরবর্তীকালে তারা শান্তিপুর বাইপাস মোড় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। নিখোঁজ মনোজ সরকারের স্ত্রী প্রিয়া সরকার বলেন, দুপুর 12 টা থেকে আমার স্বামী নিখোঁজ। এই বিষয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে প্রশাসনের পক্ষ থেকে 24 ঘণ্টা অপেক্ষা করার কথা বলা হয়। কিন্তু আমাদের দাবি তার মধ্যে যদি আমার স্বামির কিছু হয়ে যায় সেই দায়ভার কার। যাতে আমার স্বামীকে অতিদ্রুত কোথায় রয়েছে তার সন্ধান প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় এই কারণে এই বিক্ষোভ। পরবর্তীকালে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় তারা। যদিও তৃণমূলের প্রথম সারির কোন নেতৃত্বকে এদিন এ বিক্ষোভ দেখা যায়নি।