Breaking
23 Dec 2024, Mon

রাতে চায়ের দোকানে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন

জেএনএফ :- পড়ায় চায়ের দোকানে ধারালো অস্ত্রের কোপে খুন তৃণমূল কর্মী।মৃত্ ওই কর্মীর নাম জাহানদার শেখ। রাজনৈতিক কারণেই খুন দাবি পরিবারের। জানা যায়, রাতে বাড়ি থেকে পাশের গ্রামে লক্ষ্মী গাছা বাস স্ট্যান্ডের কাছে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলো ওই তৃণমূল কর্মী, তখনই একদল দুষ্কৃতী পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা যায়। মৃত তৃণমূল কর্মীর বাড়ি চাপড়া থানার বৃত্তিহুদা গ্রামে। খবর পেয়ে চাপড়া থানার পুলিশ মৃত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায়। পরিবারে দাবি 10 দিন আগে ওই তৃণমূল কর্মী কে খুন করার হতে পারে এমন সম্ভাবনার কথা জানিয়েছিলেন চাপড়া থানার পুলিশকে। কিন্তূ বিষয়টি জানার পর আজ প্রকাশ্যে চায়ের দোকানে থাকার সময় ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। বাজার এলাকার ভিতরে এক ব্যক্তি কে খুন করা হলো এই নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। তাদের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। এর পাশাপাশি এই ঘটনায় কারা যুক্ত রয়েছে এবং কেনই বা কম করা হয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।

Developed by