Breaking
23 Dec 2024, Mon

একমাত্র ছেলে বাড়ি থেকে নিখোঁজ, দুশ্চিন্তায় পরিবার

একমাত্র ছেলে বাড়ি থেকে নিখোঁজ, দুশ্চিন্তায় পরিবার। গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছেলে, বাড়ি থেকে কাজের কথা বলে আর বাড়ি ফেরে নি। শেষ মোবাইলে কথা হয়েছিল শিলিগুড়ি থেকে। এরপর ছেলের সঙ্গে কোনরকম যোগাযোগ নেই পরিবারের। দুশ্চিন্তায় অসহায় বাবা মা। মায়ের কাতর আবেদন ছেলেকে চাই। ঘটনাটি ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের মধ্য দেওগাঁও এলাকার। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার কাজের নামে বাড়ি থেকে বেড়িয়ে গিয়ে বাড়ি ফিরেনি ছেলে। নিখোঁজ যুবকের নাম শাহানুর হোসেন, বয়স ১৮। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা আলাউদ্দিন মিয়ার একমাত্র ছেলে চার দিন ধরে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পর ফালাকাটা থানা বুধবার মিসিং ডাইরি করে পরিবার। যুবকের মা জানান, শেষবার অন্য এক ব্যক্তির মোবাইল থেকে পরিবারের সঙ্গে কথা বলে সে,ঠিকানা জানতে চাইলে ফোন কেটে দেয় সে। পরে সেই নম্বরে ফোন করে জানতে পারে সে শিলিগুড়ি থেকে এক অজানা নম্বর থেকে ফোন করেছিলো। এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি তার। একমাত্র ছেলেকে ফিরে পেতে কাতর আবেদন জানিয়েছেন মা সাহিদা বেগম। ছেলে নিখোঁজ হওয়ায় দুশ্চিন্তায় গোটা পরিবার। পুলিশের তরফে এখনও কোনো সন্ধান মেলেনি বলে জানান নিখোঁজ যুবক শাহানুরের মা।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে খবর।

Developed by