Breaking
23 Dec 2024, Mon

জাতীয় পতাকায় মুড়ে জওয়ান পিন্টু রায়ের দেহ পৌঁছালো বাড়িতে

গ্রামে ফিরলো দেশের সুরক্ষায় নিয়োজিত পিন্টু রায়, তবে জাতীয় পতাকায় মুড়ে কফিন বন্দি হয়ে, শোকের ছায়া জলপাইগুড়ির রথ খোলা এলাকায়সিকিমে‌র চিন সীমান্তে কর্মরত অবস্থায় প্রয়াত হলেন জলপাইগুড়ি‌র এক সেনাকর্মী। মৃত ওই সেনা জ‌ওয়ানের নাম পিন্টু রায়। জলপাইগুড়ি সদর ব্লকের দেবনগর সংলগ্ন রথখোলা এলাকার বাসিন্দা ছিলেন তিনি।২০০৮ সাল থেকে ইন্দো তিব্বত বর্ডার পুলিশে কর্মরত ছিলেন ৩৫ বছরের পিন্টু। তবে কি কারণে তাঁর মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানতে পারেননি পরিবারের সদস্যরা। প্রতিবেশী প্রাক্তন সেনাবাহিনী‌র কর্মী মৃত‍্যুঞ্জয় কর বলেন, গত এক বছর ধরে ছুটি পায়নি পিন্টু। ছুটি নিয়ে রবিবার‌ই তাঁর বাড়িতে আসার কথা ছিল। তার একদিন আগেই তারা জনতে পেরেছেন পিন্টু রায় অসুস্থ হয়ে মারা গিয়েছে। শনিবার সকালে জাতীয় পতাকায় মোড়া তাঁর মরদেহ নিয়ে আসা হয় জলপাইগুড়ি‌র বাড়িতে। ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। সেনাবাহিনীর পক্ষ থেকে পূর্ণ মর্যাদা‌য় তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি এলাকার হাজারো মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জানান। জানা গেছে মৃত পিন্টু রায়ের ছোট ভাই বেঙ্গল পুলিশে কর্মরত রয়েছেন।

Developed by