Breaking
23 Dec 2024, Mon

সরকারী আবাসিক প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কোচবিহারে

: সরকারী আবাসনে থাকা প্রতিবন্ধী শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কোচবিহারে। আজ কোচবিহার ব্লাইন্ড স্কুলের মাঠে ওই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে ব্লাইন্ড স্কুলের শিশুরা ছাড়াও শহীদ বন্দনায় আবাসিক মেয়েরাও এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। সেখানে জেলা শাসক পবন কাদিয়ান সহ ব্লাইন্ড স্কুল ও শহীদ বন্দনার আবাসিক কর্তৃপক্ষের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান বলেন, “প্রত্যেক বছর এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত বছর করোনা বিধির জন্য করা সম্ভব হয় নি। এবছর ফের তা করা হল। মূলত শিশুদের উৎসাহ দিতেই এই ক্রীড়া প্রতিযোগিতা করা হয়ে থাকে। এবছর শহীদ বন্দনা স্মৃতি আবাসন পরিদর্শন করার সময় সেখানকার কয়েকজন মেয়ে এই খেলায় অংশ নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তাই এবছর এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে।”

এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে খুশি প্রতিবন্ধী শিশুরাও। তারাও তাঁদের খুশির কথা সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন।

Developed by