Breaking
24 Dec 2024, Tue

ফের বিরল সমস্যার অপারেশন জলপাইগুড়িতে

জলপাইগুড়ি:- ফের বিরল সমস্যার অপারেশন জলপাইগুড়িতে। জীবন ফিরে পেলেন রোগী। খবরের প্রকাশ, দীর্ঘদিন থেকেই পেটের ব্যথায় ভুগছিলেন জলপাইগুড়ি শহর সংলগ্ন ইন্দিরা কলোনির বাসিন্দা বছর চল্লিশের আরতী সরকার। পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়েছিল গলব্লাডারে স্টোন রয়েছে। কিন্তু পরীক্ষায় দেখা যায় কোন কারণে একটি লাঞ্চ তার নষ্ট হয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই বিভিন্ন ডাক্তারের কাছ থেকে ফেরত আসতে বাধ্য হন তিনি ও তার পরিবার। কেননা অনেকেই অপারেশনের ঝুঁকি নিতে চাননি। শেষে বিরল এই সমস্যার অপারেশনের সিদ্ধান্ত নেন জলপাইগুড়ির দুই ডাক্তার ডক্টর উৎপল দত্ত ও ডক্টর সৌমেন মন্ডল। মঙ্গলবার জলপাইগুড়ির একটি নার্সিংহোমে আরতিদেবীর অপারেশন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 40 মিনিটের সফল অপারেশন হয় আরতী দেবীর। হাফ ছেড়ে বাঁচেন পরিবার। অপারেশনের পর ডক্টর উৎপল দত্ত ও ডক্টর সৌমেন মন্ডল জানান, এটি একটি বিরল অপারেশন ছিল। কেননা রোগীর একটি ফুসফুস ছিল না। কোনো কারণে এটি নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন থেকে তিনি সমস্যায় ভুগছিলেন। আমরা রিজিওনাল অ্যানাস্তাসিয়া দিয়েই মাইক্রোসার্জারি করি। স্বাভাবিকভাবেই এটি একটি ঝুঁকিপূর্ণ অপারেশন বলে অনেকেই করতে চান না। লেপারোস্কোপিতে মাইক্রোসার্জারি করেই গলব্লাডারের সফল অপারেশন এদিন করা হয় বলে জানান তারা।

Developed by