Breaking
24 Dec 2024, Tue

দিদিকে ন্যাশনাল ফিগার বানাতে আমরা তার পাশে আছি: বিমল গুরুং

মঙ্গলবার কলকাতা সফর সেড়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে ফেরেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং সহ ছয় সদস্যের প্রতিনিধি দল। এরপর এনজেপি স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমল গুরুং বলেন যে পাহাড়ের নানা সমস্যা নিয়ে নানান দফতরের মন্ত্রীদের সাথে দেখা করেন। মুখ্যমন্ত্রীর একগুচ্ছ কর্মসূচি থাকার জন্য মুখ্যমন্ত্রীর সাথে তাদের দেখা না হলেও, মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অবিষেক ব্যানার্জি তাদের সাথে দেখা করেন। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের এই সফর খুব ভাল হয়েছে। এর পাশাপাশি তিনি আরও যে দিদিকে ন্যাশনাল ফিগার বানাতে দিদির পাশে রয়েছেন তারা। দিদি দেশের জন্য যা ভাবছেন তা সঠিক ভাবছেন। দিদি যে ভাবে কাজ করছেন ভালো করছেন।

Developed by