জেএনএফ ওয়েব ডেস্ক : বেলপাহাড়ি পশ্চিম চক্রের উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করা হল বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের নিয়ে বাঁশপাহাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে। মঙ্গলবার বেলপাহাড়ি পশ্চিম চক্রের মোট ৩৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়া এবং তাঁদের অভিভাবকরা উপস্থিত হয়েছিলেন। বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা ও আবৃত্তির আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের হাতে পুরস্কার স্বরূপ স্টিলের থালা, রঙ ও পেনসিল তুলে দেওয়া হয়। এছাড়াও দুপুরের আহারে মাংস ভাতের আয়োজন করা হয়েছিল। বেলপাহাড়ি পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ওসমান আলি মণ্ডল বলেন,‘এদিন চক্রের মোট ৩৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়া এবং তাঁদের অভিভাবকরা মিলে মোট ৮০ জন উপস্থিত হয়েছিলেন। আঁকা ও আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সহ সকল অংশগ্রহনকারীকে পুরস্কার তুলে দেওয়া হয়।’