Breaking
24 Dec 2024, Tue

শান্তিনিকেতনের ‘সোনাঝুরি কবিতা উৎসবে’ সংবর্ধিত হলেন সেবাভারতী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. দেবপ্রসাদ সাহু


জেএনএফ ওয়েব ডেস্ক : শান্তিনিকেতনের ‘সোনাঝুরি কবিতা উৎসবে’ সংবর্ধিত হলেন সেবাভারতী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. দেবপ্রসাদ সাহু। বীরভূম জেলার শান্তিনিকেতনে ৫ ও ৬ ডিসেম্বর দু’দিন ধরে অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রবীন্দ্র ও বঙ্কিম গবেষক অধ্যাপক অমিত্রসূদন ভট্টাচার্য, সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবাভারতী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক ড. দেবপ্রসাদ সাহু এবং শিশু সাহিত্যিক কার্তিক ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন ডিলিট প্রাপ্ত অধ্যাপক নির্মল বর্মন। ‘কুসুমের ফেরা’র আয়োজিত ডায়মণ্ডহারবার প্রেস ক্লাবের সাহায্যে ‘সোনাঝুরি কবিতা উৎসবে’ বিশেষ ভাবে সংবর্ধনা জানানো হয় রবীন্দ্র ও বঙ্কিম গবেষক অধ্যাপক অমিত্রসূদন ভট্টাচার্য, সেবাভারতী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক ড. দেবপ্রসাদ সাহু এবং শিশু সাহিত্যিক কার্তিক ঘোষকে।

Developed by