সোমবার সকালে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ার ব্লকের ঘোষপুকুরে সেভ ড্রাইভ সেফ লাইফ নিয়ে সচেতনতা মূলক র্যালি করল ঘোষপুকুর ফাঁসিদেওয়া ট্রাফিক গার্ড। এদিন র্যালিটি শুরু হয় ঘোষপুকুর ট্রাফিক গার্ড অফিসের সামনে থেকে। এরপর ঘোষপুকুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। উপস্থিত ছিলেন রুরাল ট্রাফিক ডিএসপি অরিন্দম অধিকারি,রুরাল ডিএসপি অচিন্ত্য গুপ্ত,নকশালবাড়ি সার্কেলের সিআই সুদীপ্ত সরকার,ঘোষপুকুর ফাঁড়ির ওসি অনিরবান নায়েক,ঘোষপুকুর ট্রাফিক গার্ডের ওসি মিলন গুরুং সহ ট্রাফিক পুলিশের কর্মীরা। এই বিষয়ে রুরাল ট্রাফিক ডিএসপি অরিন্দম অধিকারি বলেন যে সেভ ড্রাইভ সেফ লাইফ নিয়ে দু মাস ধরে প্রচার চলবে দার্জিলিং জেলার সমস্ত ট্রাফিক গার্ডে। মূলত সচেতনতার জন্যই এই র্যালি করা হল।