সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ার ব্লকেরবিজলিমুণির শ্রীবালাজী স্টোন ক্রেশার সিল করল মহকুমাশাসকের নির্দেশে ফাঁসিদেওয়ার বিডিও এবং ভূমি ও ভূমিসংস্কার দপ্তর। এদিন সকালে ফাঁসিদেওয়া ব্লকের বিডিও সঞ্জু গুহ মজুমদার এবং ভূমি ও ভূমিসংস্কার দপ্তরের আধিকারিক কৌশিক মল্লিক ওই এলাকায় গিয়ে গোটা এলাকা সিল করে দেয়। এর পাশাপাশি ৪০ হাজার সেপ্টি বালি ও পাথর বাজেয়াপ্ত করা হয়। ফাঁসিদেওয়া ব্লকের ভূমি ও ভূমিসংস্কার আধিকারিক কৌশিক মল্লিক বলেন মহকুমাশাসক ও বিডিও পক্ষ থেকে সমন করা হলেও ক্রেশারের মালিক সাড়া না দেওয়ায় এই সিলের সিদ্ধান্ত। এবং এদের কাছে কোনো সঠিক নথি পাওয়া যায়নি। ক্রেশারের দায়িত্ব থাকা সুশীল কুমার আগরওয়াল জানান প্রশাসন সিল করে দিল। তবে আমাদের প্রশাসনের তরফ থেকে কোন কাগজপত্র দেওয়া হয়নি। গত ২০১২ সাল থেকে অন্যের হাতে এটি চললেও ২০১৭ সালে আমাদের হাতে আসে এবং তারপর থেকে বন্ধ। তবে গ্রিন ট্রাইব্যুনালে আবেদন করা হলেও তার নথি আসেনি। প্রয়োজনে কোর্টে যাওয়ার হুশিয়ারি দেন তিনি।