Breaking
24 Dec 2024, Tue

জলপাইগুড়ি বইমেলা প্রাঙ্গনে করোনা টিকাকরণের ব্যবস্থা করতে চলেছে জেলা প্রশাসন

জলপাইগুড়ি বইমেলা প্রাঙ্গনে করোনা টিকাকরণের ব্যবস্থা করতে চলেছে জেলা প্রশাসন। স্বাস্থ্য দপ্তরের তত্ত্বাবধানে মেলা চলাকালীন এই শিবির থেকেই টিকা নিতে পারবেন শহরবাসী।কঠোরভাবে কোভিড বিধি মেনেই এবার বইমেলা হতে চলেছে জলপাইগুড়িতে। মেলা চলাকালীন নির্দিষ্ট শিবির থেকেই টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নিতে পারবেন শহরবাসী। কোভিশিল্ড ও কোভ্যাকসিন – দুধরণের টিকাই মিলবে এই বিশেষ টিকাকরণ কেন্দ্র থেকে। শহরের ফণীন্দ্র দেব ইন্সটিটিউটের ময়দানে এবার ৩৩ তম বইমেলার আসর বসছে। থাকছে শতাধিক স্টল। এদের মধ্যে একটি স্টলকে টিকাকরণ কেন্দ্রে পরিণত করা হবে।জেলা প্রশাসনের টিকাকরণের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জয়ন্ত রায় বলেন, সরকারি নির্দেশ মেনেই টিকাকরণের ব্যবস্থা করা হবে বইমেলায়। ৬ই নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত টিকাকরণ হবে।কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজের পাশাপাশি এই টিকাকরণ কেন্দ্র থেকে মিলবে কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজও।বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক অঞ্জন দাস বলেন, বইমেলায় টিকাকরণ হলে অনেকেই উপকৃত হবেন। মেলাপ্রাঙ্গণে আলাদা স্টল করে প্রতিদিন সাড়ে বারোটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত টিকাকরণ করা হবে।

Developed by