Breaking
24 Dec 2024, Tue

দুষণ মুক্ত শহর গড়তে জলপাইগুড়ি এক স্বেচ্ছাসেবী সংগঠনের অভিনব উদ্যোগ গ্রহণ করল

দুষণ মুক্ত শহর গড়তে জলপাইগুড়ি এক স্বেচ্ছাসেবী সংগঠনের অভিনব উদ্যোগ গ্রহণ করল। বিনামূল্যে আঁকা স্কুলের সুচনা হল রবিবার থেকে। এদিন শহরের রাজবাড়ি দিঘি চত্বরে খোলা মেলা মনোরন পরিবেশে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আকা স্কুলের সূচনা হয়। প্রতি সপ্তাহে একদিন করে এই আঁকা স্কুল চলবে। সাত জন শিক্ষক আঁকা শেখাবেন। স্কুলের পড়ুয়াদের আঁকার সামগ্রী তুলে দেওয়া হবে স্বেচ্ছাসেবী সংগঠন তরফ থেকে। এর বিনিময়ে টাকা নয় পড়ুয়াদের দিতে হবে ফেলে দেওয়া প্লাস্টিক। সেই প্লাস্টিক মজুত করে পুরসভার মাধ্যমে নির্দিষ্ট জায়গায় ফেলা হবে বলে জানাল স্বেচ্ছাসেবী সংগঠন। অন্যদিকে সংগঠনের তরফে জানানো হয়েছে, সেলাই প্রশিক্ষণ, বিউটি পার্লারের প্রশিক্ষণ সহ একাধিক প্রশিক্ষণ দেওয়া হবে মহিলাদের। স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাস বলেন,”সব শিশুর সম অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই প্রয়াস। ফি আঁকা স্কুলের পাশাপাশি একাধিক প্রশিক্ষণ দেওয়া হবে।”

Developed by