Breaking
24 Dec 2024, Tue

রবিবার জটেশ্বর দুই নং অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন

আলিপুরদুয়ার:- রবিবার জটেশ্বর দুই নং অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো ক্ষীরেরকোট উচ্চ বিদ্যালয় হল ঘরে। সংগঠনের ব্লক সভাপতি শুভব্রত দে জানান, এই কর্মী সম্মেলনে বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এলাকার তৃণমূল কংগ্রেসের মূল সংগঠন সহ বিভিন্ন শাখা সংগঠনের সদস্যেদের নিয়ে আগামী দিনের দলের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ে আলোচনা করা হয়। এদিনের কর্মসূচি থেকে আগত প্রতিনিধিদের আগামী দিনে রাজ্য সরকারের উন্নয়নকে মানুষের সামনে তুলে ধরার বার্তা দেওয়া হয়।পাশাপাশি যুব কর্মীদের মানুষের পাশে দাড়ানোর বার্তাও দেওয়া হয়।’ এদিনের ওই সম্মেলনে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের ফালাকাটা ব্লক সভাপতি শুভব্রত দে, আলিপুরদুয়ার জেলা যুব তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক দেবজিৎ পাল, সহ অন্যান্য নেতৃত্ব।

Developed by