Breaking
24 Dec 2024, Tue

স্বেচ্ছাসেবী সংগঠন দেওগাঁও নাগরিক মঞ্চের উদ্যোগে রবিবার দেওগাঁও দুই নম্বর গার্লস জুনিয়ার হাই স্কুল প্রাঙ্গনে এলাকার দুঃস্থ অসহায় পরিবারের হাতে শীতের বস্ত্র হিসেবে কম্বল প্রদান

আলিপুরদুয়ার:- স্বেচ্ছাসেবী সংগঠন দেওগাঁও নাগরিক মঞ্চের উদ্যোগে রবিবার দেওগাঁও দুই নম্বর গার্লস জুনিয়ার হাই স্কুল প্রাঙ্গনে এলাকার দুঃস্থ অসহায় পরিবারের হাতে শীতের বস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়। এদিন এলাকার প্রায় ৬০ টি পরিবারকে শীতের কম্বল প্রদান করা হয় বলে সংগঠনের সম্পাদক আশরাফুল হোসেন জানান।পাশাপাশি সংগৃহীত কিছু ব্যবহার যোগ্য পুরনো শীতের পোশাক বিতরন করা হয় বলে জানান তিনি। শীতের পোশাক ও কম্বল পেয়ে ভীষণ খুশি এলাকার দুঃস্থ অসহায় মানুষেরা। নাগরিক মঞ্চের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

Developed by