অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগ তুলে সার ব্যবসায়ীদের দোকান ঘেরাও করে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। আজ দিনহাটা শহরে একাধিক বড় সার ব্যবসায়ীর দোকান ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। ওই বিক্ষোভের নেতৃত্ব দেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। শুধু বিক্ষোভ দেখানোই নয়, এবার থেকে কৃষকদের সার বিক্রির ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করেন উদয়ন বাবু। তিনি দিনহাটা শহরের সারের দোকান গুলোর স্টকের পরিমাণ সংগ্রহ করেন এবং জানিয়ে দেন, কালোবাজারি রুখতে এবার থেকে দিনহাটায় সারের স্টকের হিসেব রাখবে পুরসভা। তারাই কৃষকদের স্লিপ ইস্যু করবে। সেই স্লিপের ভিত্তিতেই কৃষকদের কাছে সার বিক্রি করতে হবে।
উদয়ন বাবু বলেন, “সম্প্রতি দিনহাটার বিভিন্ন এলাকা থেকে সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশী দামে সার বিক্রি করা হচ্ছে বলে কৃষকরা অভিযোগ জানান। সেই অভিযোগের পরিপেক্ষিতে এদিন বিক্ষোভের পাশাপাশি সার বিক্রির ক্ষেত্রে কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। যাতে আর কোন সার ব্যবসায়ী বেশী দাম নিতে না পারে।”
প্রত্যেক বছর শীতের এই মরসুমে বোরো ধান, আলু, গম সহ বিভিন্ন ধরণের শাক সবজি রবি শস্য ও তামাক চাষের জন্য সারের চাহিদা ব্যাপক ভাবে বেড়ে যায়। আর সেই সুযোগ নিয়ে সার ব্যবসায়ীদের একাংশ এমনিতেই মজুত নেই বলে জানিয়ে সারের দাম বাড়িয়ে দেয়। পাশাপাশি দিনহাটার মত সীমান্ত এলাকায় বাংলাদেশে সার পাচার করার চক্র এই সময় সক্রিয় হয়ে ওঠে। তাঁরা এমনিতেই ব্যবসায়ীদের কাছ থেকে বেশী দামে সার সংগ্রহ করে তা বাংলাদেশে পাচার করে দেয় বলে প্রায় প্রত্যেক বছর এসময় অভিযোগ ওঠে। আর সেই কারণেই দিনহাটায় সারের কালোবাজারি চরম আকার নেয়। এবার রাজ্যের শাসক দলের বিধায়ক উদয়ন গুহ দিনহাটায় নয়া নিয়ম চালু করে সারের দাম নিয়ন্ত্রণ করতে পারেন কিনা, এখন সেটাই দেখার।