Breaking
24 Dec 2024, Tue

কোচবিহার মাতৃমা’য় রোগীর আত্মীয়রা রাত কাটাচ্ছেন রাস্তায়, সিএমওএইচের দ্বারস্থ বিজেপি বিধায়ক

চিকিৎসার জন্য রোগী নিয়ে এসে এই শীতের রাতে খোলা আকাশের নীচে আশ্রয় নিয়ে থাকা আত্মীয়স্বজনদের জন্য ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের (সিএমওএইচ) সাথে দেখা করলেন বিজেপি বিধায়ক নিখিল চন্দ্র দে। আজ তিনি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাসের সাথে দেখা করে জানান, কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিয়ন্ত্রণে থাকা মাতৃমাতে যারা চিকিৎসার জন্য আসেন, তাঁদের বাইরে রাস্তার উপড়ে রাত কাটাতে হয়। শীতের সময় তাঁদের প্রচণ্ড কষ্টে ভুগতে হয়। এছাড়াও শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত সমস্যায় ভুগতে হয় তাঁদের। তাই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ওই রোগীর আত্মীয়দের সমস্যা মেটাতে উদ্যোগী হওয়ার আবেদন জানান বিধায়ক।

বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, “আমি এদিন সকালে মাতৃমা’র সামনে পৌঁছালে সেখানে আশ্রয় নিয়ে থাকা রোগীর আত্মীয়দের কষ্ট নিজে চাক্ষুষ করি। তাঁদের সমস্যা মেটাতে খুব দ্রুত একটি শেড, শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা করা প্রয়োজন। সেটাই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে আবেদন জানালাম। মাতৃমা মেডিক্যাল কলেজের আন্ডারে। এমএসভিপি সেটা দেখভাল করেন। তারপরেও উনি বিষয়টি নিয়ে কথা বলবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।”
মাতৃমা’র এই সমস্যা শুরু থেকেই রয়েছে। এর আগে একাধিক রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতা ওই সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন। তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি তথা কোচবিহার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়ও সম্প্রতি এব্যাপারে আশ্বাস দিয়েছিলেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে রোগী কল্যাণ সমিতির বৈঠক ডেকে এব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলে পার্থ বাবু জানিয়েছিলেন। এখন দেখার ওই সমস্যা মেটাতে কি উদ্যোগ নেওয়া স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে।

Developed by