Breaking
24 Dec 2024, Tue

দুয়ারে রেশন পরিষেবায় কম রেশন সামগ্রী দেওয়ার অভিযোগ । আক্রান্ত রেশন ডিলার। উত্তেজনা অশোকনগরে

দুয়ার রেশন বিলি করতে গিয়ে রেশন কম দেওয়ার অভিযোগে গ্রাহকদের হাতে আক্রান্ত রেশন ডিলার, ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার দীঘরা মালিকবেরিয়া পঞ্চায়েতের কাদপূর গ্রামে । রেশন কম দেওয়ার অভিযোগে ডিলারকে ঘিরে বিক্ষোভ ও রেশন ডিলারকে মারধর করা হয় । বন্ধ করে দেওয়া হয় রেশন বিলি । অভিযোগ কার্ড প্রতি ১ কেজি করে চাল ও গম কম দেওয়া হচ্ছিল ।

Developed by