পাওয়ার গ্রিডের চালু হলেও এখনও পর্যন্ত জমিদাতা কৃষকরা পায় নি তাদের প্রাপ্য টাকা। আর সেই টাকা না পাওয়ায় বাধ্য হয়ে অনশনে বসল জমিদাতা কৃষকেরা। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ ব্লকের হাজরাহাট ১ গ্রাম পঞ্চায়েতের বালাসি গ্রামে অবস্থিত জলঢাকা নদী তীরবর্তী এলাকায় পাওয়ার গ্রিডের সামনে। এদিন ওই কৃষকরা অনশনে বসার সময় তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে অনশনে বসলেন বলে জানা গিয়েছে।
অনশনে বসা দুই কৃষকদের দাবি, দীর্ঘ কয়েক বছর আগে মাথাভাঙ্গা ১ ব্লকের হাজরাহাট ১ গ্রাম পঞ্চায়েতের বালাসি গ্রামে অবস্থিত জলঢাকা নদী তীরবর্তী এলাকায় পাওয়ার গ্রিডের বসানোর কথা বলে স্থানীয় কৃষকদের কাছ থেকে জমি নিয়েছেন সরকার। জমি নেওয়ার সময় বলা হয়েছে যারা জমি দেবে তাদের জমির ন্যায্য মুল্য দেওয়া হবে। কিন্তু জমি নিয়ে সরকার পাওয়ার গ্রিডের তৈরি করেন। আর সেটা চালুও হয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত অধিকাংশ কৃষক তাদের জমির মুল্য পায় নি। সেই টাকার জন্য তারা দীর্ঘদিন আন্দোলন করেও কোনো টাকা পাননি। স্থানীয় প্রশাসনের কাছে বহুবার আবেদন করেও কোনো ফল তারা পান নি। অভিযোগ, পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ তাদের জমি নিলে আজ পর্যন্ত টাকা দেয়নি। তারা তৃণমূল সমর্থক তাই এদিন তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে পাওয়ার গ্রিডের সামনেই এলাকার জমিদাতা কৃষকরা অনশনে বসেছেন।
তারা আরও বলেন, যতদিন তারা তাদের টাকা পাবেন না ততদিন অনশন চালিয়ে যাবেন। এদিন পাওয়ার গ্রিড এর সামনে তাবু খাটিয়ে অনশনে বসলেন। যদি প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহন না করে তাহলে তারা আগামীতে পাওয়ার গ্রিডে তালা ঝুঁলিয়ে দেবেন বলেও জানিয়েছেন। যদিও এই বিষয়ে মাথাভাঙ্গা মহকুমা শাসক কোনো মন্তব্য করতে চান নি।
এবিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন বলে জানান, দলের অনুমতি না নিয়ে পতাকা ব্যবহার করা ঠিক হয়নি। জমিদাতাদের ক্ষতিপূরণ পাওয়া উচিত। জমি দাতা কৃষকরা যাতে ক্ষতিপূরণ পান সেই বিষয়ে তিনি ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন।