: ফের দিনের বেলায় বাড়িতে ঢুকে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো চোর। সন্দেহ চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকেছে সে। যুবকের নাম খাইরুল মিয়া বয়স 23। বাড়ি শীতলকুচি গাছ তলায়। ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা 1 নং ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের পূর্ব 22 গুড়িতে। অভিযোগ, বেলা বারোটা নাগাদ এলাকার বাসিন্দা আশিশ ভৌমিক এর বাড়ি ফাঁকা দেখে সুযোগ বুঝে খাইরুল ওই বাড়িতে ঢুকে। বাড়ির এক সদস্য তা দেখে ফেললে চিৎকার শুরু করেন।বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে ওই যুবক স্থানীয় একটি দোকানে আশ্রয় নেয়।পরে খবর পেয়ে আশিশ ভৌমিক ওই দোকানে গিয়ে যুবকের জিজ্ঞাসাবাদ শুরু করলে খাইরুল জানায়, সে এলাকার এক পরিচিত বাড়িতে এসেছে। কিন্তু এলাকার কোন পরিচিত নাম না বলতে পারে সবাই বুঝে যায় সে মিথ্যা বলছে। এরপর গ্রামবাসী ওই যুবককে পরিচিতের বাড়ি দেখানোর কথা বললে সে ধীরে ধীরে এগোতে থাকে, পরিচিতের বাড়ি দেখানোর জন্য। অবস্থা বেগতিক বুঝে ওই যুবক দৌড়ে পালাতে থাকে। তার পেছনে পেছনে গ্রামবাসীরা ধারা করে। দৌড়াতে গিয়ে কাদায় পড়ে গিয়ে জখম হয় ওই যুবক। সঙ্গে সঙ্গে যুবককে গ্রামবাসীরা ধরে ফেলে। ওই অবস্থায় তাকে আটক করে গ্রামবাসী। পরে পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খায়রুলকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহাকুমা হাসপাতালে নিয়ে যায়।আশিষ বাবু বলেন, আমি নিশ্চিত ও চুরির উদ্দেশ্যেই আমার বাড়িতে ঢুকে ছিল।মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল জানিয়েছেন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বর্তমানে খাইরুল মাথাভাঙ্গা মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন।প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।তবুও খাইরুল যাতে হাসপাতাল থেকে না পালায় তার জন্য পালা করে দুজন পুলিশ তাকে পাহারা দিয়ে রাখছে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে।