Breaking
24 Dec 2024, Tue

ফের শিরোনামে ফালাকাটা! দশম শ্রেণির ছাত্রীকে খুন!আ

আলিপুরদুয়ার:- ফের শিরোনামে ফালাকাটা! দশম শ্রেণির ছাত্রীকে খুন। এরপর এক কলেজ ছাত্রীকে প্রকাশ্যে ব্লেড চালিয়ে খুনের চেষ্টা। পরপর দুটি ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এক দশম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল ফালাকাটায়। মঙ্গলবার গভীর রাতে স্কুল ছাত্রীর দেহ উদ্ধার হয় পরিত্যক্ত কুয়ো থেকে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছোন ফালাকাটা পুলিশ ও দমকলকর্মীরা। দেহটি উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। ফালাকাটা থানার পুলিশ জানিয়েছে, “দেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” বারবার এমন ঘটনায় স্কুল কলেজ পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকায়। এই ধরনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন অভিভাবক ও শিক্ষক মহল।

Developed by