Breaking
23 Dec 2024, Mon

গঙ্গাজল বিক্রি বন্ধের দাবীতে স্মারকলিপি , পোস্টারিং ও পথসভা

অনেকদিন থেকেই নবদ্বীপ মুখ্য ডাকঘরে গঙ্গোত্রী ও ঋষিকেশের গঙ্গাজল বোতলবন্দি করে ত্রিশ টাকা দরে বিক্রি করা হচ্ছে। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি’র নবদ্বীপ শাখার পক্ষ থেকে নবদ্বীপ মুখ্য ডাকঘরের মাধ্যমে একটি বিশেষ ধর্মে বিশ্বাসীদের জন্য গঙ্গাজল বিক্রি বন্ধের দাবীতে স্মারকলিপি দেওয়া হয়। এবং পোস্টারিং ও পথসভাও করা হয়।
গঙ্গোত্রী ও ঋষিকেশের পবিত্র (?) গঙ্গা জল বোতল ভর্তি করে ত্রিশ টাকা করে বিক্রি হচ্ছে, যার সঙ্গে ডাক-সংক্রান্ত কাজকর্মের কোনও সম্পর্ক নেই, এবং যা হল আসলে বিশ্বাসী হিন্দুদের জন্য তৈরি করা একটি ধর্মীয় পণ্য মাত্র।
ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি’র নবদ্বীপ শাখার সম্পাদক প্রতাপ চন্দ্র দাস বলেন, “
সরকারি সংস্থা থেকে বিশেষ ধর্মের অনুসারীদের জন্য ধর্মীয় পণ্য বিক্রি করাটা আমাদের সাংবিধানিক ধর্মনিরপেক্ষতার নীতির সম্পূর্ণ বিরোধী, এবং তা আমাদের ভারতীয় সংবিধানের ৫১এ(এইচ) ধারা অনুযায়ী বৈজ্ঞানিক মেজাজ ও অনুসন্ধিৎসা গড়ে তোলবার ঘোষিত মৌলিক কর্তব্যেরও পরিপন্থী। এই প্রেক্ষিতে আমাদের দাবি, অবিলম্বে নবদ্বীপ মুখ্য ডাকঘর থেকে গঙ্গোত্রী ও ঋষিকেশের পবিত্র (?) গঙ্গা জল বিক্রি বন্ধ করে সরকারি সংস্থার ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চরিত্রকে রক্ষা করবেন বলে আশারাখি। “

Developed by