Breaking
1 Nov 2024, Fri

মুখ্যমন্ত্রীর নির্দেশে সব জায়গায় সঙ্গে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে দু’মাস ব্যাপী সেফ ড্রাইভ সেভ লাইভ অনুষ্ঠান শুরু

মুখ্যমন্ত্রীর নির্দেশে সব জায়গায় সঙ্গে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে দু’মাস ব্যাপী সেফ ড্রাইভ সেভ লাইভ অনুষ্ঠান শুরু হল। বুধবার শহরের বড় পোস্ট অফিস মোড় থেকে সচেতনতা মূলক র‍্যালী বের হয়। সেই র‍্যালী শহর পরিক্রমা করে পুরসভার প্রয়াস হল ঘরে সমাপ্ত হয়। র‍্যালীতে পুলিশ অফিসার কর্মী ও স্কুল পড়ুয়ারা সামিল হয়েছিলেন। প্রয়াস হল ঘরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অন লাইন খাবার সরবরাহ কারী দশ জন কর্মীকে হেলমেট তুলে দেওয়া হয়। এছাড়া আনন্দ চন্দ কলেজ ও প্রসন্ন দেব মহিলা মহা বিদ্যালের ছাত্রীদের হেলমেট তুলে দেওয়া হয়েছে।
জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, পুলিশ দেখে জরিমানা থেকে বাঁচতে হেলমেট পরে আবার খুলে ফেলা হচ্ছে, এটা করবেন না। শীতের রাতে খুব সাবধানে গাড়ি চালাবেন।
মাল বহন কারী গাড়িতে কেউ পিকনিক যাবেন না। জাতীয় সড়কে নির্দিষ্ট নিয়মে গাড়ি চালান।”
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি আন্নাপা ই, পুলিশ সুপার দেবর্ষি দত্ত, জলপাইগুড়ি বিধায়ক প্রদীপ কুমার বর্মা, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য দফতরের জ্যোতিষ চন্দ দাস এছাড়া অনেকে।

বাইট – Annappa e (DIG, জলপাইগুড়ি)

Developed by