পশ্চিমবঙ্গের যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবিতে স্মারকলিপি দেওয়া হল বুধবার জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসারের কাছে। সমিতির পক্ষ থেকে বলা হয় যেহেতু তারা যুবশ্রী আওতায় রয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের নিশ্চিত কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও তা পূরণ হয়নি বলে অভিযোগ। তাই আগামী দিনে দুয়ারে রেশন প্রকল্পে তাদের নিয়োগ, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় তাদের মধ্য থেকে নিয়োগ, বাজারমূল্য অনুযায়ী উৎসাহ ভাতা বৃদ্ধি, প্রয়োজনে স্পেশাল কমিশন গঠন করে সরকারি চাকরিতে তাদের নিয়োগ, অনৈতিকভাবে বন্ধ করে দেওয়া ভাতা ফের চালু, চাকরি না দেওয়া পর্যন্ত সকল যুবশ্রীর ভাতা অব্যাহত রাখার দাবি জানানো হয়।