কাজ হারানোয় জলপাইগুড়ি বিশ্ব বাংলা কোভিড হাসপাতালের ৪৬ জন অস্থায়ী কর্মী অবস্থানে। বুধবারের ঘটনা। খবরের প্রকাশ, গতকাল, মঙ্গলবার অস্থায়ী কর্মীদের কাজ বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। ফলে ১ ডিসেম্বর থেকে এদের আর কাজ নেই কোভিড হাসপাতালে বলে অভিযোগ। তাই কোভিড হাসপাতালের সামনে কাজ ফিরে পেতে প্ল্যাকার্ড হাতে কর্মচ্যুত কর্মীদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে বুধবার থেকে। অবস্থানরত অস্থায়ী কর্মীরা জানান, তারা শান্তিপূর্ণ ভাবেই তাদের প্রতিবাদ তারা চালিয়ে যাচ্ছেন। এমত অবস্থায় কাজ হারিয়ে তারা দিশেহারা। হঠাৎ এভাবে কাজ বন্ধ করার তারা প্রতিবাদ জানাচ্ছেন। কাজ না থাকার নির্দেশ দিলেও তারা আগের মতোই স্বাভাবিক নিয়মে কাজ করে যাচ্ছেন বলে জানান। এদিকে ডেপুটি সি এম ও এইচ ১ জ্যোতিষ চন্দ্র দাস বলেন, যেহেতু পেশেন্ট কম রয়েছে, তাই টেকনিক্যাল পারসন বাদে বাকি অস্থায়ী কর্মীদের আপাতত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে স্বাস্থ্য ভবন থেকে। তবে পরে যদি প্রয়োজন হয়, এ নিয়ে ভাবনা চিন্তা করা যাবে স্বাস্থ্য ভবনের নির্দেশে বলে জানান তিনি। অন্যদিকে সংশ্লিষ্ট এজেন্সি প্রোভাইডার সুব্রত ঘোষ বলেন, বিষয়টি দুঃখজনক হলেও এর অর্ডারের মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছিল। পাশাপাশি সরকারিভাবে তাদের আর ফান্ড দেওয়া হচ্ছিল না। তাই স্বাস্থ্য দফতর থেকে তাদের পরিষেবা বন্ধ রাখতে বলা হয়েছে বলে জানান তিনি।