Breaking
23 Dec 2024, Mon

রেলে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য পাঁশকুড়ার পাকুরিয়া এলাকায়

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার নারায়ন পাকুড়িয়া স্টেশনে মেল ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল সনজিৎ সামন্ত নামে ৩২ বছর বয়সী এক যুবকের, ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। জানা গিয়েছে পাঁশকুড়ার চাঁপাডালি এলাকার বাসিন্দা মৃত যুবকের।
রেল লাইন পারাপার হওয়ার সময় মেল ট্রেনের সামনে আচমকা পড়ে যায়, যাঁর ফলে ট্রেনের ধাক্কায় ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় তাঁর দেহ। মর্মান্তিক দুর্ঘটনার ফলে দীর্ঘসময় মেদিনীপুর পাঁশকুড়াগামী সমস্ত ট্রেন আটকে পড়ে। স্থানীয় মানুষজনদের অভিযোগ এলাকার প্রত্যেককে রেল লাইনের ওপর দিয়েই পারাপার করতে হয়, এর কোনো বিকল্প পথ নেই। বার বার রেল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ওভারব্রীজ বা রেলগেট করেনি, তাঁর কারনেই বারংবার দুর্ঘটনার স্বীকার হয় অনেকেই। যদিও রেললাইনের নিচে যাতায়াতের জন্য রাস্তা রয়েছে, তাও এক কোমরের ওপর জল জমে থাকার কারনে যাতায়াতে বাধা পড়ে, বাধ্য হয়েই রেল লাইনের ওপর দিয়ে যাতায়াত করতে হয়।
স্থানীয় মানুষজন একাধিক এমন দুর্ঘটনার জেরে রেলকর্তৃপক্ষের গফিলতির দিকে আঙ্গুল তুলছে।

Developed by