Breaking
23 Dec 2024, Mon

জলপাইগুড়ি কোতোয়ালি থানার উদ্যোগে ও এক বেসরকারি সংস্থার সহযোগিতার মহিলা পুলিশ ব্যারাক ও সিভিক ভলান্টিয়ারদের অফিস উদ্বোধন

জলপাইগুড়ি ঃ- জলপাইগুড়ি কোতোয়ালি থানার উদ্যোগে ও এক বেসরকারি সংস্থার সহযোগিতার মহিলা পুলিশ ব্যারাক ও সিভিক ভলান্টিয়ারদের অফিস উদ্বোধন করলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত। সোমবার থানা চত্বরে একটি সিভিক অফিস ও সিভিক ভলান্টিয়ারদের বসার জায়গায় দুটি ঘর উদ্বোধন হয়। অন্যদিকে এতদিন থানায় আসা বহিরাগত মহিলাদের আলাদা শৌচাগার না থাকায় খুবই সমস্যায় পরতে হত মহিলাদের৷ এই প্রথম মহিলাদের সমস্যা সমাধানের জন্য এদিন থানার উদ্যোগে থানা চত্বরে বাইরের মহিলাদের জন্য শৌচাগার তৈরি করা হল। এদিনের ফিটে কেটে সিভিক ভলান্টিয়ারদের জন্য আলাদা অফিস ও মহিলা র‍্যারাকের উদ্বোধন করলেন পুলিশ সুপার। পুলিশ সুপারের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ চন্দ ঢালি, ডিএসপি হেড কোয়ার্টার সমীর পাল, আই সি অর্ঘ্য সরকার।

Developed by