রবিবার ভোরবেলা গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের সদরগছ এলাকায় অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে একটি আনারস বোঝাই কন্টেনার আটক করে পুলিশ। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণ নকল মদ। এই ঘটনায় ওই কন্টেনারের চালককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম অশোক কুমার(২০)। সে উত্তরপ্রদেশের খুশিরনগর জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই কন্টেনার থেকে প্রচুর পরিমাণ নকল মদ উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। এবং উদ্ধার হওয়া মদগুলো বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। রবিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালত তোলা হয়।