Breaking
23 Dec 2024, Mon

বেঁচে রইল না কেউ, শেষকৃত্য সম্পন্ন করতে গিয়ে মৃত্যু একই পরিবারের ১০ জনের

বেঁচে রইল না পরিবারের আর কেউ, মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের ১০ জনের। জানা যায় উত্তর ২৪ পরগনার বাগদা থানার পার মদনপুর এলাকার বাসিন্দা শ্রীবানি মুহুরী (৮০)। বয়স জনিত কারণে তার মৃত্যু হয়। গতকাল গভীর রাতে তাকে নিয়ে একটি ৪০৭ গাড়িতে তার পরিবারের ১০ জন সদস্য সহ এলাকার বেশ কয়েকজন নবদ্দীপ শ্মশানে শেষকৃত্য করার উদ্দেশে রওনা দেন। আনুমানিক রাত একটা নাগাদ নদীয়ার হাঁসখালি থানার ফুলবাড়ি এলাকায় রাজ্য সড়কে উল্টো দিক থেকে আসা একটি পাথর বোঝাই লরিতে সরাসরি ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রায় ১১ জনের। তাদের মধ্যে বেশ কয়েকজন মহিলা এবং একটি শিশু ছিল বলে জানা যায়। তাদের পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে এখনো পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর মুহুরী পরিবারের যে ১০ জন সদস্য গাড়িতে করে শেষকৃত্য সম্পন্ন করতে এসেছিলেন তারা প্রত্যেকেই মারা গেছে। উত্তর ২৪ পরগনার বাগদা থানার পার মদনপুর এলাকায় শোকের ছায়া।

Developed by