Breaking
23 Dec 2024, Mon

কৃষক আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে মিছিল অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গায়

কৃষক আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে মিছিল অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গায়।এদিন মাথাভাঙ্গায় এসইউসিআই এবং এ,আই,কে,কে,এম,এস এর যৌথ উদ্যোগে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মাথাভাঙা শহর পরিক্রমা করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয় মিছিলটি। এদিন মূলত বেশকিছু দাবিতে মিছিলটি অনুষ্ঠিত হয়।এআইকেকেএমএস কোচবিহার জেলা কমিটির সম্পাদক মন্ডলির সদস্য জগদীশ অধিকারী বলেন তিনটি কালা কৃষি আইন মৌখিক নয় পার্লামেন্টে আইন পাস করে বাতিল করতে হবে। বিদ্যুৎ বিল 2021 বাতিল করতে হবে। কৃষকদের ফসলের নূন্যতম সহায়ক মূল্য ঘোষণা করতে হবে। কৃষক আন্দোলন চলাকালীন যেসব কৃষকদের উপর মিথ্যা মামলা করা হয়েছে সমস্ত প্রত্যাহার করতে হবে। সার বীজ ও কীটনাশক এর কালোবাজারি বন্ধ করতে হবে পাশাপাশি বিভিন্ন দাবিতে আজকের এই মিছিল। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন এআইকেকেএমএস কোচবিহার জেলা কমিটির সম্পাদক মন্ডলির সদস্য জগদীশ অধিকারী,এস ইউ সি আই পার্টির মাথাভাঙ্গা লোকাল সম্পাদক প্রদীপ দে,বিকাশ বর্মন, মানিক রায়, মর্তুজা আলম সহ অন্যান্যরা।

Developed by