ট্রেনের ধাক্কায় মৃত্যু বৃদ্ধার ।নদীয়া ।মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছি বলে বেড়িয়ে ছিল মা । তবে মেয়ের বাড়িতে আর যাওয়া হল না ।গেলেন রানাঘাট জি আর পি এফ দপ্তরে ময়নাতদন্তের জন্য ।নদীয়ার ভীমপুর থানার পাকুরগাছির রেনুবালা শিকদার (৬০) । গতকাল বৈকালে কৃষ্ণগঞ্জ থানার চৌগাছা তে বড় মেয়ের বাড়ি বেড়াতে আসেন । সেখান থেকে আজ সকালে তার নাতি বড় মেয়েকেক সাথে নিয়ে ছোট মেয়ের বাড়ি ভায়নার উদ্দেশ্যে রওনা দেন রেনুবালা দেবি । যাবার সময় মাজদিয়া স্টেশনেএক নাম্বার প্লাটফর্মের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে দু নাম্বার প্লাটফর্মে যাবার জন্য রেললাইনের ওভারব্রিজ ব্যবহার না করে রেললাইনের উপরদিয়ে লাইন পার হবার চেষ্টা করেন ।সে সময় স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে ট্রেন ঢুকে পড়ে ।এই দেখে প্লাটফর্মের লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করে । কথায় গুরুত্বপ না দিয়ে রেললাইন পার হবার চেষ্টা করেন । মেয়ে ও নাতি কোন রকম প্লাটফর্মে উঠে গেলেও রেনুবালা দেবি উঠতে পারেননি । লাইন পার হতে না পারাইনা ট্রেন তাকে সজোরে ধাক্কা মারে। মেয়ে ও নাতি বেঁচে গেলেও ট্রেন চলে যাবার পর সবাই রেনুবালা দেবির রক্তাক্ত দেহ । ঘটনাস্থলেই তার মৃত্যু হয় রেনূবালা দেবির । ঘটনাস্থলে পৌঁছায় জিয়ার পি এফ ।তারা এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় রানাঘাটে । মৃত্যুর খবর ভীমপুরের পাকুরগাছিতে পৌঁছাতেই নেমে আসে এলাকায় শোকের ছায়া ।এভাবে দিনের পর দিন লাইনে একাধিক ব্যক্তি কাটা পড়লেও এখনো মানুষের হুস ফিরছে না। ঘটনার পরেও প্রচুর মানুষ একই ভাবে রেললাইন পারাপার করছে , এমনি ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় ।