Breaking
23 Dec 2024, Mon

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার দুপুরে নদীয়ার নবদ্বীপ রাজার বাজারে একটি দশকর্মা ভান্ডার দোকানে হানা!

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার দুপুরে নদীয়ার নবদ্বীপ রাজার বাজারে একটি দশকর্মা ভান্ডার দোকানে হানা দিয়ে লক্ষাধিক টাকা মূল্যের নকল সুগন্ধি অগুরু উদ্ধার করল নদীয়াজেলা ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট কৃষ্ণনগর শাখার আধিকারিকেরা। অগুরু মূলত বিভিন্ন ধর্মীয় পূজার্চনাতে সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয়। ফলে খোলা বাজারে অগুরুর চাহিদা অপরিসীম রয়েছে। দীর্ঘদিন ধরেই অভিযুক্ত ওই দশকর্মা ভান্ডারের মালিক নকল অগুরুর কারবার চালিয়ে যাচ্ছিলেন বলে খবর ছিল জেলা এনফর্সমেন্ট দেপার্টমেন্টের কাছে। সেই মোতাবেক এই দিন দুপুরে নবদ্বীপ থানার পুলিশের সহযোগিতায় অভিযুক্ত ওই ব্যবসায়ীয়ের দোকানে হানা দিয়ে লক্ষাধিক টাকা মূল্যের তিন হাজারেরও বেশি সুগন্ধি নকল অগুরু বাজেয়াপ্ত করে জেলা ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকেরা। পাশাপাশি হানা দেয় অভিযুক্ত ব্যবসায়ীয়ের বাড়ি ও গোডাউনে। যদিও সেখান থেকে এই ধরনের নকল কিছু উদ্ধার করতে পারেনি ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ওই ব্যবসায়ী। এবার থেকে অবৈধ নকল দ্রব্যের কারবারির বিরুদ্ধে মাঝেমধ্যেই একইভাবে পুলিশি অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা এনফর্সমেন্ট আধিকারিকেরা।

Developed by