Breaking
1 Nov 2024, Fri

ঐতিহাসিক কৃষক আন্দোলনের বর্ষপূর্তিতে কৃষক মঞ্চ আন্দোলনে শামিল কৃষ্ণনগরে

:- কেন্দ্র সরকারের তিনটি কৃষি কালা আইনের বিরুদ্ধে কৃষকদের অবস্থান-বিক্ষোভ ও আন্দোলনের বর্ষপূর্তিতে আজ কৃষ্ণনগরে এ আই কে কে এম এস সংহতি কৃষক মঞ্চের আন্দোলন। কৃষকদের কালা আইনের বিরুদ্ধে যে আন্দোলন সংঘটিত হয়েছিল সেই আন্দোলন ঐতিহাসিক আন্দোলন বল আজ দাবি করলেন কৃষক মঞ্চের সদস্যরা। এছাড়াও জানালেন বিদ্যুৎ বিল 2021 নিয়োগ কোনো কথা বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাছাড়াও কৃষি কাহিনী প্রত্যাহার করেছেন। আন্দোলনকারীদের দাবির যতদিন পর্যন্ত লোকসভার অধিবেশনে লিখিতভাবে কৃষক আইন বাতিল না করছেন ততদিন পর্যন্ত দিল্লিতে আন্দোলন চালিয়ে যাবেন কৃষকরা। এই ঐতিহাসিক আন্দোলনে 700 কৃষকের রক্ত ঝরছে। 700 কৃষকের রক্তের বিনিময়ে আজ কেন্দ্র সরকারের কৃষি আইন বাতিলের ঘোষণা করেছে। এছাড়াও দাবি করেন কৃষকদের ফসলের ন্যায্য মূল্যের। আজ কৃষ্ণনগররেল স্টেশন থেকে বিক্ষোভ শুরু হয় কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে এসে দীর্ঘক্ষন ধরে বিক্ষোভ দেখান। কৃষকদের কৃষি আইন ও 2021 বিদ্যুৎ বিল সহ একাধিক দাবি না মানা হলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিলেন।

Developed by