ভোররাতে বাড়ি থেকে টোটো গাড়ি চুরি হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য। রোজগারের একমাত্র সম্বল চুরি হয়ে যাওয়ায় মাথায় হাত টোটো চালকের, ঘটনাটি শান্তিপুর ফুলিয়া পাড়ার। ওই এলাকার বাসিন্দা নিমাই চাঁদ কুন্ডুর অভিযোগ গতকাল রাত্রে ভাড়া খেটে টোটো গাড়ি নিয়ে বাড়িতে ফিরে ছিলেন, রাতে খাওয়া-দাওয়া করে ঘুমানোর আগে প্রতিদিনের মতো তার টোটো গাড়িটি বাড়ির ভেতরেই নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছিলেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন তার টোটো গাড়ি আর নেই, এর পরেই মাথায় হাত টোটো চালক নিমাই চাঁদ কুন্ডুর। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত টোটো গাড়ির সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কিন্তু টোটো গাড়ির সন্ধান মেলেনি। তখনই টোটো চালক নিমাই চাঁদ কুন্ডুর ধারনা তার টোটো গাড়িটি চুরি হয়ে যায় গতকাল ভোর রাতের ঘটনায় শুক্রবার দুপুরে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে টোটো চালক নিমাই চাঁদ কুন্ডু অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। টোটো চালক নিমাই চাঁদ কুন্ডু কে প্রশ্ন করলে উত্তর দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। এখন কিভাবে সংসার চালাবেন তারই চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়েছেন টোটো চালক নিমাই চাঁদ কুন্ডু।