শুক্রবার জলপাইগুড়ি এ সি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃনান্কুর ভট্টাচার্য উপস্থিত হয়ে ছাত্র ছাত্রীদের সাথে আলোচনা সভায় যোগ দেন। ছাত্র সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। তৃণাঙ্কুর বাবু বলেন, তাদের ছাত্র সংগঠনের মধ্যে কোন সমস্যা নেই। পাশাপাশি পশ্চিমবঙ্গের কোন কলেজেই গোষ্ঠীদ্বন্দ্ব নেই। কোথাও কোনো সমস্যা হয়ে থাকলে নেতৃত্বেরই কাজ সমস্যার সমাধান করা। এসি কলেজেও সুন্দরভাবে সংগঠন চলছে বলে দাবি তার। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূলের যুব জেলা সভাপতি শ্রী সৈকত চ্যাটার্জি, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিজিৎ সিনহা প্রমুখ।