Breaking
23 Dec 2024, Mon

শহরে ফের করোনা বাড়ছে। শহরবাসীকে ফের সতর্ক করলেন পুর কর্তৃপক্ষ

শহরে ফের করোনা বাড়ছে। শহরবাসীকে ফের সর্তক করলেন পুর কর্তৃপক্ষ। শুক্রবার শহরে ১৩জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো। এদিন পুরসভার ১,৩,৪,৫,১৭, ১৮, ২১ নম্বর ওয়ার্ডে মোট ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান সন্দীপ বাবু। তিনি বলেন, দুর্গা পূজার পর থেকে নতুন করে কিছু সংখ্যক করোনায় আক্রান্ত হচ্ছিলেন। কিন্তু সেই সংখ্যাটা দিনের পর দিন বেড়েই চলেছে। এখন প্রতিদিন ১০ জনের ওপর করোনায় আক্রান্ত হচ্ছেন। যারা এখনো মাস্ক বিহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে মাস্ক পড়ার অনুরোধ করেন। যারা এখনো ভ‍্যাকসিন নেননি তাদের ভ‍্যাকসিন নেওয়ার আবেদন করেন তিনি। পুরসভা ও জেলা প্রশাসনের পক্ষ থেকেও উৎসবের দিনগুলোতে বারবার মানুষকে সচেতন করা হয়েছে। তবুও কোথাও যেন সাধারণ মানুষের অসচেতনতার চিত্র ধরা পড়েছে সর্বত্র । তিনি আরও বলেন এখনও অনেকেই মাস্ক ছাড়াই ঘোরাঘুরি করছেন। শহরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ফের অনুরোধ করেছেন ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো।

Developed by