Breaking
23 Dec 2024, Mon

জলপাইগুড়ি নগর বেরুবাড়ি গ্রামপঞ্চায়েতের মোট ৭জন পঞ্চায়েত সদস্য তৃনমুলে যোগদান করলো আজ

জলপাইগুড়ি নগর বেরুবাড়ি গ্রামপঞ্চায়েতের মোট ৭জন পঞ্চায়েত সদস্য তৃনমুলে যোগদান করলো আজ। এর ফলে বিজেপির কাছথেকে গ্রামপঞ্চায়েতের দখল নিলো তৃনমুল কংগ্রেস। বিজেপির সাফাই বিজেপির পঞ্চায়েত সদস্যদের কাজ করতে দেওয়া হচ্ছেনা। পাশাপাশি ভয় দেখানো হচ্ছে পঞ্চায়েত সদস্যদের৷ বাধ্য হয়ে তারা তৃনমুলে যোগদান করছেন।শুক্রবার জলপাইগুড়ি শহরের বাবু পাড়া জেলা তৃনমুল কার্যালয়ে জেলা সভাপতি মহুয়া গোপ, রাজ্য তৃনমুল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, সহ জেলা তৃনমুলের অন্যান্য নেত্বিতরা দলে যোগদান করা নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন। জেলা সভাপতি মহুয়া গোপ বলেন বিজেপি অন্যান্য বিরোধী দল দলথেকে কেউ নির্বাচনে দাড়াতে চাইবেনা। এর পাশাপাশি এখনো বিজেপি সহ অন্যান্য বিরোধীদলের দখলে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত গুলি রয়েছে তারাও আমাদের দলে আশার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন তাদেরো আমরা ধীরে ধীরে দলে যোগদান করানো হবে।খুব তাড়াতাড়ি বর্তমান প্রধানের বিরুদ্ধে অনাস্থা না হবে বলে জানিয়েছেন মহুয়া গোপ। এই ঘটনা প্রশঙ্গে জেলা বিজেপির সহ সভাপতি অলক চক্রবর্তী বলেন বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের দলে টানতে তৃনমুল ভয় দেখাচ্ছে। কাজ করতে দিচ্ছেনা। মানষিক ও শারীরিক ভাতে বিজেপির পঞ্চায়েত সদস্যদের অত্যাচার করা হচ্ছে৷ সেকারনেই বাধ্য হয়ে তৃনমুলে যোগদান করছেন বিজেপির পঞ্চায়েত সদস্যরা।

Developed by