ছেলের হাতে মা খুনের অভিযোগ মালবাজার মহুকুমার চালসাতে। মৃত বৃদ্ধার নাম ধানকি টিজ্ঞা লাকড়া (৭০)।বৃদ্ধার ছেলে কিরন লাকড়াকে গ্রেফতার করেছে মেটেলি থানার পুলিশ। অভিযুক্ত জলপাইগুড়ি জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি রাজেশ লাকরার ভাই বলে সূত্রের খবর। অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন বলে পরিবার সূত্রে খবর। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ বলেন, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রাজেশ লাকড়ার মাকে তার ভাই খুন করেছে।অত্যন্ত দুঃখজনক ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।