কোচবিহার পুরসভা এলাকায় বেশ কয়েকটি ওয়ার্ডের বুথ সভাপতি এবং যুব মর্চার সভাপতি সহ বেশ কয়েকজন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। আজ কোচবিহার শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিকের নেতৃত্বে তারা আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।জানা যায়, এদিন কোচবিহার পুসসভা এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ১৮৮ নং বুথের সভাপতি মুন্না রজক, ২০ নম্বর ওয়ার্ডের ২৪৪ নং বুথের সভাপতি ববি ছেত্রী, বিনীতা থাপা, অনিতা দাস, ১৯ নম্বর ওয়ার্ড থেকে দক্ষিণ শহর মন্ডলের সহ-সভাপতি জয়ন্ত শীল, বিজেপির সহ শক্তি প্রমুখ সঞ্জীব রায়, যুব মোর্চার ওয়ার্ডের নেতৃত্ব বিকাশ রায়, কিংশুক দাস, দীপক রায় সহ শতাধিক বিজেপি কর্মীসমর্থকেরা আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।এদিনের এই যোগদান প্রসঙ্গে কোচবিহার শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ২১ এর নির্বাচনের পর যে ভাবে বিজেপি কর্মী সমর্থকেরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন তাতে আগামী দিনে বিজেপি নামক দল টাই থাকবে না। পুরসভা নির্বাচনের আগে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি যেভাবে ভেঙে যাচ্ছে তাতে আগামী দিনে আর থাকবে না। পুরসভা নির্বাচনে তৃণমূলের জয়ের ক্ষেত্রে সত্যই আশাবাদী।
যোগদানের পর ১৯ নম্বর ওয়ার্ডের ১৮৮ নং বুথ বিজেপি সভাপতি মুন্না রজক বলেন, ‘বিজেপি দলে কোন কাজ পাইনি। কোন সন্মান পাইনি। তাই আজ তৃণমূলে যোগদান করলাম।’