ফের একবার বড়সড় সাফল্য পেল বনদপ্তর। রবিবার ভোরে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ওদলাবাড়ি বাইপাস এলাকায় অভিযান চালায় বৈকুন্ঠপুর বনবিভাগের সারুগাড়া রেঞ্জার সঞ্জয় দত্তের নেতত্বের বনকর্মীরা। এরপর সেখান থেকে হরিণের ছাল ও প্যাঙ্গোলিনের আঁশ একজনকে গ্রেফতার করে বনকর্মীরা। ধৃতের নাম বিষ্ণু জৈন। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পায় আসামের তেজপুর থেকে তিন ব্যাক্তি একটি ছোট গাড়িতে করে হরিণের ছাল ও প্যাঙ্গোলিনের আঁশ নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এরপরেই রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে বনকর্মীরা ক্রেতা সেজে ওদলাবাড়ি বাইপাস সংলগ্ন এলাকায় ঘাঁটি গড়ে।পাচারকারীরা বুঝতে পেরে দুজন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলে বনকর্মীরা। এবং উদ্ধার হয় ১৫৫ সেন্টিমিটার হরিণের ছাল ও ২কিলো ১০০ গ্রাম প্যাঙ্গোলিনের আঁশ। রবিবার ধৃত ব্যক্তিকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে। গোটা ঘটনার তদন্তে নেমেছে বনদপ্তর।