Breaking
24 Dec 2024, Tue

প্রাচীন প্রথা মেনে বেহারাদের কাঁধে চেপে বিসর্জন হলো নবদ্বীপ জোগনাথ তলার গৌরাঙ্গিনী মাতা

প্রাচীন প্রথা মেনে বেহারাদের কাঁধে চেপে বিসর্জন হলো নবদ্বীপ জোগনাথ তলার গৌরাঙ্গিনী মাতা। এই বছর রাস পূর্ণিমায় ১৯২ বছরে পদার্পণ করল প্রাচীন ঐতিহ্যবাহী গৌরাঙ্গিনী মাতা পূজা। শনিবার বিকেলে পড়া প্রশাসনিক নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে জগনাথ তলা পূজা মন্ডপ থেকে প্রতিমা বেহারাদের কতই চেপে ও ভক্তবৃন্দ দের বাঁধভাঙ্গা উপস্থিতিতে শহরের প্রাণকেন্দ্র পোড়ামা তলা হয়ে রাধা বাজার নবদ্বীপ ঘাটে নিরঞ্জন করা হয়।

Developed by