Breaking
24 Dec 2024, Tue

রাসমেলার তৃতীয় দিনে করোনাবিধি ও নিরাপত্তা ব্যবস্থা কেমন তা সরেজমিনে দেখতে মেলা প্রাঙ্গণ পরিদর্শন করলেন কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার

কোচবিহারের প্রাচীনতম ঐতিহ্যবাহী রাসমেলার তৃতীয়দিনে নিরাপত্তা ব্যবস্থা কি রয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখতে রাসমেলা ময়দান পরিদর্শন করতে এলেন জেলা পুলিশ সুপার সুমিত কুমার। এদিন তিনি রাসমেলা চত্ত্বরে এসে নিয়ে গোটা মেলা ঘুরে দেখার পাশাপাশি তিনি বিভিন্ন অফিসারদের সাথে কথাবার্তা বলেন এবং করণা বিধি কতখানি মেনে দোকানদার মেলায় বসছে সেসব বিষয়ে খতিয়ে দেখেন তিনি। এদিন রাসমেলা সারপ্রাইজ ভিজিটে তার সঙ্গে উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম ও ডিএসপি হেডকোয়ার্টার, কোচবিহার জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক গণ ও কোতোয়ালি থানার আইসি সহ অন্যান্য আধিকারিক গণ।উল্লেখ্য, কোচবিহারের রাসের মেলা শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশ জুড়ে বিখ্যাত। প্রতি বছর মদনমোহন মন্দিরে রাস উৎসব দেখতে আসেন দেশ, বিদেশের পর্যটকরা। অনেকে মনে করেন, মদনমোহনকে মনে প্রাণে পূজা করলে মনস্কামনা পূর্ণ হয়।

Developed by