লাটাগুড়ি সড়কের মাঝে ফের হাতির দেখা। বন্ধ থাকল কিছুক্ষণের জন্য যান চলাচল। রবিবার প্রায় বারোটা নাগাদ একটি হাতি রাস্তার মাঝে এসে হাজির হয়। নিমেষের মধ্যে বন্ধ হয়ে যায় লাটাগুড়ি জলসার মধ্যে যান চলাচল। হাতির ছবি মোবাইল বন্দী করতে পর্যটকরা লেগে পড়েন। কিছুক্ষণ পর অবশ্য হাতিটি নিজে থেকেই জঙ্গলে চলে যায়। অবরোধ মুক্ত হয় সড়ক।